বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সম্মেলনে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। স্বৈরাচারী শক্তি জনগণের অধিকার হরণে সক্রিয়, তাদের রুখতে সবার সতর্ক থাকা জরুরি।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতির মতো বেআইনি দাবিতে সংবিধান বাতিল করা যায় না। আবেগ নয়, জনআকাঙ্ক্ষা বুঝে সিদ্ধান্ত নিতে হবে।