রাজবাড়ীতে নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনাকে ‘নিন্দনীয় ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বলেন, এতে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত লেগেছে এবং স্থানীয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ইসলাম অনুযায়ী লাশ পোড়ানো নিষিদ্ধ এবং এটি মানবিক মর্যাদার লঙ্ঘন। নুরাল পাগলার কবর কাবার আদলে তৈরি, নিজেকে ইমাম মাহদী দাবি ও শরিয়তবিরোধী কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের দীর্ঘদিন ক্ষোভ ছিল। প্রশাসনের কাছে বারবার জানালেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তারা বলেন, এক অন্যায় রোধে আরেক অন্যায় যেমন লাশ পোড়ানো সমর্থনযোগ্য নয়, তেমনি প্রশাসনের নিষ্ক্রিয়তা এই ঘটনার জন্য দায়ী।
হেফাজত নেতারা অভিযোগ করেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতির বিষয়ে সরকার ও প্রগতিশীল মহল বরাবরই নীরব, যা বৈষম্যমূলক ও ইসলামবিদ্বেষী মনোভাবের পরিচয়। তারা সকলকে ধর্মীয় সংবেদনশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।