ডাকসু নির্বাচন ঘিরে অনুষ্ঠিত এক বিতর্কে ভিপি প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে এ বিতর্কে শিক্ষার্থীদের স্বার্থ, নেতৃত্ব ও ছাত্ররাজনীতি নিয়ে তারা মতামত দেন।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম বলেন, “অপরাজনীতি করলে ছাত্রলীগের মতো লালকার্ড খেতে হবে।” তিনি জানান, তারা সবসময় স্বৈরাচারবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন।
ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, নেতৃত্ব নির্ধারণে দল নয়, দায়িত্ব পালনের যোগ্যতাই মূল বিষয়। অপরাজনীতি বন্ধ হলে বাজেটেও ঘাটতি থাকবে না।
স্বতন্ত্র প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা ডাকসুকে নিয়মিত করা এবং সিনেটে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
বাগছাসের প্রার্থী আব্দুল কাদের বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। নির্বাচিত না হলেও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জানান।