দেশে নতুন সুশাসন ও শাসনব্যবস্থা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, একদলীয় ও ব্যক্তি-কেন্দ্রিক শাসনের কারণে দেশে ফ্যাসিবাদী পরিস্থিতি তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে।
শনিবার লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ্যানি জানান, এই পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপি ২৭ ও ৩১ দফার রূপরেখা ঘোষণা করেছে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে।