জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পরস্পর ‘চোরে চোরে মাসতুতো ভাই’। শনিবার (৬ সেপ্টেম্বর) পঞ্চগড় শহরে কুলি-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “এক চোর দেশ ছেড়ে পালিয়েছে, আরেক চোর এখন আশ্রয় দিতে চাচ্ছে। আওয়ামী লীগে চুরি ছাড়া কেউ নেতা হতে পারে না।”
জাতীয় পার্টিকে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বলা প্রসঙ্গে তিনি বলেন, এটি ভারতের দেওয়া পুরনো আইডিয়া, যা বাংলাদেশে আর বাস্তবায়ন সম্ভব নয়।
তিনি দাবি করেন, “যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে, ২০০৪ সালের ২১ আগস্টসহ হাজারো হত্যাকাণ্ড চালিয়েছে—তাদের রাজনীতি করার অধিকার নেই।”
সারজিস আরও বলেন, “আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা উচিত। জনগণের আস্থা ধরে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর হতে হবে।”
এ সময় তিনি ছাত্রদলকে নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্কুল কমিটি গঠন করে তারা শিক্ষার্থীদের অপরাজনীতিতে জড়াচ্ছে, যা মাদক ও চাঁদাবাজির পথ তৈরি করবে।”