দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী।
শনিবার ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী থানার ৬৩ নম্বর ওয়ার্ডের মাতুয়াইল দরবার শরীফে জোহরের নামাজ আদায় করেন তিনি। এরপর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত মুসল্লি ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি স্থানীয়দের মধ্যে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
নবীউল্লাহ নবী বলেন, একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশে নতুন করে সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এখন সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। যতদিন পর্যন্ত একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, বিএনপির আন্দোলন-সংগ্রাম চলমান থাকবে।
তিনি আরও বলেন, দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য অপেক্ষায় আছে। এরপরও যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবে, তাদের জনগণ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। জনগণ আর কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া মেনে নেবে না, এবং পরাজিত শক্তির সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।