Skip to Content

৩১ দফায় সকল মানুষের ভাগ্য উন্নয়ন হবে: এস এ জিন্নাহ কবীর

September 7, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে কৃষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ীসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্য উন্নয়ন হবে। তিনি বলেন, তখন আর কেউ না খেয়ে থাকবে না, দেশে আর কোনো স্বৈরাচার জন্ম নেবে না এবং দেশের টাকা পাচারও হবে না।

শনিবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুরে ৩১ দফা প্রচারের অংশ হিসেবে আয়োজিত লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। এস এ জিন্নাহ কবীর দাবি করেন, এই কর্মসূচির মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন কৃষক ও খেটে খাওয়া মানুষ। প্রতিটি কৃষক পরিবারকে ডিজিটাল কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা ন্যায্য দামে সার, বীজ, কিটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ কিনতে পারবেন। পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্য সরকার সরাসরি ন্যায্যমূল্যে ক্রয় করবে।

তিনি আরও বলেন, ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার প্রতিটি ইউনিয়নে বিপ্লবী নেতা তারেক রহমানের ৩১ দফার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে মানিকগঞ্জের নদী ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধ করা হবে। তিনি আশ্বস্ত করেন, প্রতিবছর নদীভাঙনে আর কাউকে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হতে হবে না।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি এবং জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages