এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, “দেশকে অস্থির করার নীলনকশার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ের নেতাদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও জাগপার (একাংশ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর আহত করা হয়েছে। ববি হাজ্জাজের ওপর হামলাও একই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।”
তিনি বলেন, “জুলাই আন্দোলনের পরবর্তী বাংলাদেশে এই ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। এটি স্পষ্ট করে যে, দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও তাদের সহযোগীরা এখনো রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষ করে যখন দেশ একটি জাতীয় নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের সহিংসতা জাতির জন্য অশনি সংকেত।”
অধ্যাপক পরওয়ার অবিলম্বে ববি হাজ্জাজসহ সাম্প্রতিক সময়ে যেসব রাজনৈতিক নেতার ওপর হামলা চালানো হয়েছে, সেসব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।