প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, যা সমাজে নৈতিক অবক্ষয়ের কারণ। সঙ্গীত বা নৃত্য কোনো আবশ্যিক বিষয় নয়, বরং ধর্মীয় শিক্ষা সব ধর্মের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে।...