সামরিক শাসনের উত্তরাধিকার, দুর্নীতি ও গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টির (জাপা) রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) জুলাই আন্দোলনের সংগঠক হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান এ নোটিশ পাঠান। এতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়, তিন দিনের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করা হবে। অভিযোগে বলা হয়েছে, জাপা গণতন্ত্রবিরোধী কার্যকলাপে লিপ্ত, সামরিক শাসনের উত্তরাধিকার বহন করছে এবং নির্বাচন প্রক্রিয়া কলুষিত করেছে।
এর আগে, একই দাবিতে নির্বাচন কমিশনেও একটি আবেদন জমা দেওয়া হয়েছিল, যেখানে জাপাকে আওয়ামী লীগের ‘সহযোগী ও বৈধতা দানকারী’ দল হিসেবে উল্লেখ করা হয়।