বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মালিক জনগণ, আর জনগণই বিএনপির একমাত্র শক্তি। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী শাসনে গণতন্ত্র ধ্বংস, গুম-খুন, গায়েবি মামলা ও ভোটাধিকার হরণ হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে নৈরাজ্য এবং মেগা প্রকল্পে দুর্নীতি চালিয়ে গেছে সরকার।
তারেক রহমান বলেন, গণতন্ত্রে মতভিন্নতা স্বাভাবিক, কিন্তু সিদ্ধান্ত জনগণের ওপরই ছেড়ে দিতে হবে। আলোচনার নামে জনগণকে বাদ দিলে অরাজকতা সৃষ্টি হবে।
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের রিফর্ম কমিটিতে বেশিরভাগ গণতান্ত্রিক দল অংশ নিয়েছে। কিছু বিষয়ে ঐক্য হলেও, মতভেদ থাকা স্বাভাবিক।
তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচন সহজ হবে না, তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮০৮ জন কাউন্সিলরের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জেলা কমিটির ভোট।