রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেন, তারেক রহমান বিড়াল প্রেম করেন এবং তার ফেসবুক পেজ থেকে বিড়ালের ছবি শেয়ার করার কারণে তা প্রতিপক্ষের মনে আগুন ধরিয়ে দিয়েছে।
তিনি বলেন, বিড়ালের মতো প্রাণী চঞ্চল হলেও উট ও জার্মান শেফার্ড কুকুর বেশি বিশ্বস্ত ও প্রভুভক্ত। বিএনপি বিরোধীরা বিড়ালের ছবি ভাইরাল হওয়া দেখে তা আরও বেশি লাইক সংগ্রহ করার চেষ্টা করবে।
রনি আরও জানান, এনসিপি নেতারা জার্মান শেফার্ডের ছবি প্রচার করছে, যেগুলো তারা সৈনিকের প্রতীক হিসেবে দেখছে। এর বিপরীতে জামায়াত নেতারা কবুতর বা ময়ূরকে শান্তির প্রতীক হিসেবে তুলে ধরতে পারে।
তিনি ভবিষ্যতে এসব পশু ও প্রতীক নিয়ে সামাজিক মাধ্যমে রাজনৈতিক এবং মানসিক প্রভাবের বিষয়ে সতর্ক করেছেন।