চীন সফরের সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের হাতে ছাতা থাকায় তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি।
আখতার হোসেন জানান, ২৭ আগস্ট চীনে পৌঁছানোর দিন বৃষ্টি ছিল এবং আয়োজকদের নির্দেশে ছাতা সঙ্গে নেওয়া হয়েছিল। তিনি বলেন, “আবহাওয়ার কারণে ছাতা নেওয়া হয়েছিল, এটা হঠাৎ ভাইরাল হয়ে যাবে ভাবিনি।”
তিনি আরও জানান, কয়েকদিন অনলাইনে না থাকায় বিষয়টি জানতে দেরি হয়। পরে দেখেন, পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য ছড়িয়েছে। তবে বিষয়টি ছিল একেবারেই স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতির কারণে।