বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার উপদেষ্টা হুমা খান সোমবার সকাল ১১টায় বসুন্ধরায় জামায়াত কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে হুমা খান জামায়াত আমিরের স্বাস্থ্য পরিচর্যা ও সুস্থতা কামনা করেন এবং তারা মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। হুমা খান জামায়াতের সংস্কার প্রস্তাব সম্পর্কে জানতে চান, যা আমির ব্যাখ্যা করেন।
জাতিসংঘের জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খানও উপস্থিত ছিলেন। জামায়াত আমির ‘জুলাই শহিদদের’ নিয়ে প্রকাশিত ১২ খণ্ডের ইংরেজি বই উপহার দেন।
সাক্ষাতে জামায়াতের কেন্দ্রীয় নেতারা, যেমন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানও ছিলেন।