আগামীকাল (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে আটটি কেন্দ্রে।
এবার ডাকসু নির্বাচনে থাকছে ৫ পৃষ্ঠার ব্যালট এবং হল সংসদের জন্য এক পৃষ্ঠার ব্যালট। সব ভোটই হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।
ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক্ষেত্রে ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।
ভোট দেওয়ার ধাপগুলো:
১. ভোটার নিজ কেন্দ্রে গিয়ে পরিচয়পত্র দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন।
২. প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ, অন্যরা হল/বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ব্যবহার করবেন।
৩. আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে।
৪. ভোটার তালিকায় স্বাক্ষর করে ব্যালট সংগ্রহ করবেন।
৫. গোপন কক্ষে গিয়ে নির্ধারিত ঘরে (×) চিহ্ন দিয়ে ভোট দেবেন।
৬. ব্যালট দুটি নির্ধারিত দুইটি বক্সে জমা দেবেন— একটি ডাকসুর জন্য, অন্যটি হল সংসদের জন্য।
ব্রেইল পদ্ধতিতে ভোট:
প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। হলগুলোর ৩০ জন শিক্ষার্থী এই সুবিধা পাবেন। যাঁরা ব্রেইল পড়তে পারেন না, তারা অন্য কারও সহায়তায় ভোট দিতে পারবেন।
এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।