Skip to Content

বাবার সঙ্গে ছবি দিয়ে হাসনাতের আবেগঘন পোস্ট

August 26, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বাবাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে পুরোনো একটি পোস্ট শেয়ার করে নতুন করে বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন তিনি।

পোস্টে হাসনাত লেখেন, “উনি উনার সারাজীবন ধরে আমাদেরকে হিমালয়-সম ব্যক্তিত্ব, নিরাসক্ত পর্বতসম মহত্ত্বকে আঁকড়ে ধরে বেঁচে থাকার শিক্ষা দিয়ে যাচ্ছেন।”

হাসনাত তার বাবার সঙ্গে ২০২২ সালের ৯ জানুয়ারি ফেসবুকে দেওয়া একটি পুরোনো স্ট্যাটাস শেয়ার করেন, যেখানে তিনি উল্লেখ করেছিলেন, “পাশে বসে থাকা ভদ্রলোক আমার বাবা। এটা বাবার সাথে আমার প্রথম এবং একমাত্র ছবি।”

বাবার চরিত্রের গভীরতা ও জীবনদর্শনের কথা তুলে ধরে তিনি আরও লেখেন, “উনি খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, দারুণ অদ্ভুত। সারাজীবন উনি হারিয়ে গিয়েছেন জীবনের ঢেউয়ে, কিন্তু কখনো ডুবে যাননি। ভেসে থেকেছেন, ভাসিয়ে রেখেছেন নিজেকে এবং আমাদের সবাইকে।”

হাসনাত জানান, তার বাবার মাঝে কখনোই তুচ্ছ বা জাগতিক বিষয় নিয়ে আসক্তি দেখেননি। বরং সবসময় নিজে কষ্ট সহ্য করে অন্যকে ভালো রাখার প্রবৃত্তি ছিল তার মধ্যে। তিনি বলেন, “আমার বাবার কাছ থেকে সারাদিন ঝগড়া করে যতটা না পাওয়া যায়, তার চেয়ে অনেক বেশি পাওয়া যায় দু'মিনিট চুপচাপ থাকলেই।”

পোস্টের এক পর্যায়ে তিনি নিজের ব্যক্তিত্ব গঠনে বাবার প্রভাবের কথা জানিয়ে বলেন, “অনেকে জিজ্ঞেস করেন, আমার ঠোঁট কাটা স্বভাব কোথা থেকে এসেছে—এটাও বাবার শিক্ষা। উনি বলতেন, জীবনে হার-জিত, উত্থান-পতন আসবে, কিন্তু একমাত্র নীতি ও আদর্শই স্থায়ী। কোনো পরিস্থিতিতেই তোমার আদর্শের সঙ্গে আপস করবে না—এটাই হোক তোমার সংকল্প।”

দীর্ঘ ছয় বছর পর বাবার দেশে ফিরে আসাকে নিজের জন্য বছরের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে হাসনাত লিখেছেন, “আগামী চার মাস উনার সান্নিধ্যে কাটাতে পারব—এটাই এ বছরের প্রাপ্তি। আমার বাবার সার্বিক কল্যাণ কামনা করছি।”

Editorialnews24 August 26, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages