বাংলাদেশ স্বাধীন হলেও গত ৫৩ বছর ধরে পরাধীনতার শৃঙ্খলে থেকেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, “দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশ ছাতা ধরত।”
সোমবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহের ধোবাউড়ার মুন্সিরহাট স্কুল মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামী আদর্শভিত্তিক শাসন দেখিনি।
চরমোনাই পীর আরও বলেন, “২০২৪ সালে গণ-অভ্যুত্থানে ইসলামী শক্তি মাঠে ছিল। তখন আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছি, এমনকি ট্রাফিক সংকটেও ভূমিকা রেখেছি। অথচ সে সময় একটি মহল ব্যস্ত ছিল লুটপাট, চাঁদাবাজি আর দখল নিয়ে।”