ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটগ্রহণ হবে হলের বাইরে নির্ধারিত ৮টি কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা, তিন স্তরের নিরাপত্তা এবং পোলিং কর্মকর্তারা।
আলোচিত প্রার্থীদের মধ্যে—
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন ছাত্রদলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম, শিবিরের তিন প্রার্থী আবু সাদিক কায়েম (ভিপি), এস এম ফরহাদ (জিএস), মহিউদ্দিন খান (এজিএস) এবং স্বতন্ত্র প্রার্থী আল সাদী ভুঁইয়া (জিএস)।
সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ।
ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বাম সমর্থিত প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি (ভিপি)।
শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন বাম জোটের জিএস প্রার্থী মেঘ মল্লার বসু এবং এজিএস জাবির আহমেদ জুবেল।
ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দেবেন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা।