উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া ডাকসু নির্বাচনে শুরু থেকেই আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত একটি ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এই কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন।
কেন্দ্রের বাইরে আবিদের সমর্থকদের প্রচারপত্র বিলি করতেও দেখা যায়। তাদের দাবি, তারা ভোট চাইছেন না, বরং প্রার্থীদের ব্যালট নম্বরসহ লিফলেট দিচ্ছেন যেন শিক্ষার্থীরা সহজে চিনতে পারেন। তবে উপস্থিত কয়েকজন নারী ভোটার এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো প্রার্থী বা তাদের প্রতিনিধিরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এবং কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের প্রচার সামগ্রী বিতরণ করা নিষিদ্ধ।
অন্যদিকে অভিযোগ উঠেছে, ভোটকেন্দ্রের কাছেই বুথ বসিয়ে কার্যক্রম চালাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "ভোটটা উৎসব হিসেবে উদযাপন করতে চাই, অভিযোগ করতে না।" তবে ভোটকেন্দ্রে প্রবেশের বিষয়ে তিনি জানান, “রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।” পাশাপাশি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য কোনো পরিচয়পত্র দেওয়া হয়নি, ফলে তাকে কিছু কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।