নির্বাচনে যেকোনো ফলাফল মেনে নেবে ছাত্রদল বলে জানিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার এই ডাকসু নির্বাচনের ফলাফল যা হোক, সেটি জাতীয়তাবাদী ছাত্রদল স্বীকৃতি দেবে এবং মেনে নেবে।’ এই নির্বাচনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গণতন্ত্রের একটি শক্তিশালী বার্তা পৌঁছে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে নাসির উদ্দিন নাসির জানান, ছাত্রদল কোনোভাবেই ভোটকেন্দ্রের বাইরে ১০০ গজের মধ্যে কোনো নির্বাচন সম্পর্কিত ডেস্ক বসায়নি এবং বাইরে লিফলেট বিতরণও করছে না। তিনি আরও বলেন, ‘আমরা সবসময় নির্বাচনের নিয়ম-কানুন মেনে চলি এবং অন্যদেরও তা পালন করার আহ্বান জানাই।’ এ ধরনের অভিযোগ শুধুমাত্র নির্বাচনের প্রতি আস্থা ক্ষুণ্ন করতে চাওয়া একটি অপপ্রচার বলে তিনি মন্তব্য করেন। নাসির উদ্দিন নাসির বলেন, ‘আমরা চাই নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা না দেয়।’