ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উমামা ফাতেমা। তিনি ভোটকেন্দ্রের বাইরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। উমামা ফাতেমা দাবি করেছেন, ভোটারদের হাতে একটি নির্দিষ্ট তালিকা দেওয়া হচ্ছে, যাতে শিবির সমর্থিত প্রার্থীদের নাম রয়েছে।
মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে তিনি দুটি লিফলেটের ছবি প্রকাশ করে জানান, এক তালিকা কেন্দ্রীয় সংসদ নির্বাচনের এবং অন্যটি হল সংসদের। উভয় তালিকাতেই শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীদের নাম উল্লেখ আছে। তিনি বলেন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এসব লিফলেট বিতরণ করা হচ্ছে এবং গুঞ্জন রয়েছে, এসব তালিকা পোলিং বুথের ডেস্কের নিচেও ছড়ানো হয়েছে।
উমামার অভিযোগ, এটি ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
তবে এখন পর্যন্ত এই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বা ছাত্রশিবিরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।