জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এবার ডাকসু নির্বাচন সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে তিনি লেখেন, শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন, এখন ফলাফলের অপেক্ষা।
তিনি সতর্ক করে বলেন, জেতা-হারার ভয়ে কেউ যেন ডাকসুকে বিতর্কিত না করে। তা হলে যারা এর জন্য দায়ী হবেন, তারা ভবিষ্যতে রাজনীতিতে টিকে থাকতে পারবেন না।
তিনি আরও বলেন, কেউ যদি জেতেন না ভেবে নির্বাচন বানচাল করতে চান, তাহলে সেই চেষ্টাই তাদের রাজনীতির সমাপ্তি টেনে দেবে।