ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রশাসনের চরম ব্যর্থতার অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভোটকেন্দ্রে গেলে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, সময় নষ্ট করা হয়েছে।”
তিনি অভিযোগ করেন, রোকেয়া হলের এক শিক্ষার্থী জানান ব্যালটে আগেই নির্দিষ্ট প্রার্থীদের নামে ক্রস চিহ্ন দেওয়া ছিল। একই ধরনের অভিযোগ এসেছে অমর একুশে হল থেকেও।
আবিদুল জানান, চিফ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে কর্মকর্তারা জানান, কীভাবে এটি হয়েছে তারা জানেন না। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আরও অনেক ব্যালটে আগেভাগেই চিহ্ন দিয়ে ব্যালট বক্স ভর্তি করা হতে পারে।