ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ ছাত্রদলকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন নিষিদ্ধ ছাত্রলীগের মতো আচরণ না করে।
মঙ্গলবার সন্ধ্যার সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ছাত্রদল শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে, যা দুঃখজনক।
তিনি বলেন, ভোট কারচুপির অভিযোগ তুললেও ছাত্রদল কোনো প্রমাণ দেখাতে পারেনি—তাদের অভিযোগ নাটকের মতো ব্যর্থ হয়েছে।
ফরহাদ দাবি করেন, যেখানে যেখানে অভিযোগ উঠেছে, সেসব কেন্দ্রে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নিতে হবে।