বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তন আনা হবে।
২৬ আগস্ট ফরিদপুরের সালথার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে পরিচালনা পর্ষদের মতবিনিময় সভায় তিনি এসব বলেন।
তিনি জানান, আগামীতে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি প্রণয়ন করা হবে এবং কলেজটি সরকারিকরণ করা হবে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সবাই নির্যাতিত হয়েছে দাবি করে তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। সভার শুরুতে কলেজের অধ্যক্ষ তাকে পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ফুল দিয়ে বরণ করেন।