ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিএসসি এলাকায় মিছিল বের করে তারা।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা "ভোট চোর জামায়াত-শিবির", "প্রশাসন ভোট চোর", "কারচুপির নির্বাচন মানি না"—এমন স্লোগান দেন। এতে টিএসসি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে বিকেলে সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম কারচুপির অভিযোগ এনে বলেন, অমর একুশে ও রোকেয়া হলে ব্যালটে আগেই সিল মারা ছিল। পোলিং এজেন্টদের বাধা দেওয়া হয়েছে, এমনকি ব্যালট নম্বর নিতে গিয়েও হুমকির মুখে পড়েছি। এসব বিষয়ে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে জানান তিনি।