ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামীম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়ে একটি গুরুত্ববহ বার্তা দিয়েছেন। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিক্ষার্থীরা যদি মনে করেন এই ফলাফলই তাদের রায়, তবে তিনি সেটিকে শ্রদ্ধাভরে গ্রহণ করবেন।
তবে হামীমের বক্তব্যে নির্বাচনের পুরোপুরি স্বচ্ছতায় কিছু প্রশ্ন তোলা হয়েছে। তিনি দাবি করেন, যদিও ভোটগ্রহণের পরিবেশ সার্বিকভাবে উৎসবমুখর ছিল, তবুও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে ভোট গণনায় মেশিনের প্রযুক্তিগত ত্রুটি, জালিয়াতি এবং কারচুপির ঘটনা ঘটেছে বলে তার অভিযোগ। এই প্রসঙ্গে তিনি বলেন, এসব ত্রুটি এবং অনিয়মের কারণে শিক্ষার্থীদের যথাযথ প্রতিনিধিত্ব নাও পেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন।
তবুও হামীম জানান, তিনি শিক্ষার্থীদের রায়কে সম্মান জানাবেন এবং আশা রাখেন, শিক্ষার্থীরা যথাযথ প্রতিক্রিয়া দিয়ে ভবিষ্যতে তাদের দাবির প্রতিফলন ঘটাবেন। তিনি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমি সর্বদাই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
এই মন্তব্যের মাধ্যমে হামীম শুধু নির্বাচনের ফলাফল মেনে নিলেন না, বরং শিক্ষার্থীদের প্রতি একনিষ্ঠ থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি সুষ্ঠু ও স্বচ্ছ ভোটপ্রক্রিয়ার গুরুত্বে জোর দিয়েছেন এবং ভবিষ্যতে এমন অনিয়ম কাটিয়ে উঠার জন্য শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।