ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশের মানুষ আর আগের মতো ধোঁকায় বিশ্বাস করে না। অতীতে যারা দেশ চালিয়েছে, তাদের শাসন সবাই দেখেছে। আমরা আর সন্তানদের লাশ দেখতে চাই না।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুমিল্লার হোমনার দড়িচর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, দেশে কী ঘটতে যাচ্ছে, তার ইঙ্গিত মিলছে। মানুষকে পাথর ছুড়ে হত্যা করা, লাশের ওপর নৃত্য করা, নির্বাচন কমিশনে মারামারি—এসবই প্রমাণ করে, পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মাওলানা তফাজ্জল হুসাইন এবং সঞ্চালনা করেন মুহাম্মদ ইউসুফ। বক্তব্য রাখেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুমসহ আরও অনেকে।
এছাড়াও স্থানীয় জামায়াত, হেফাজত ও জাতীয় নাগরিক পার্টির নেতারাও বক্তব্য দেন।
সমাবেশ শেষে কুমিল্লা-১ আসনে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও কুমিল্লা-২ আসনে মুফতি তাইজুল ইসলামকে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন চরমোনাই পীর।