ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
মঙ্গলবার বিকেলে সংশ্লিষ্ট ইউনিটগুলোর নির্দেশনায় দক্ষিণ জেলায় ৩৫টি এবং উত্তর জেলায় ১০টি কমিটি অনুমোদন দেওয়া হয়।
দক্ষিণ জেলার কমিটিগুলোতে সই করেন সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সম্পাদক মো. রাকিব হোসেন। উত্তর জেলার কমিটিতে সই করেন সভাপতি নূরুজ্জামান সোহেল ও সম্পাদক একেএম সুজা উদ্দিন।
গফরগাঁও ও মুক্তাগাছা সরকারি কলেজে আংশিক কমিটি হয়েছে সরাসরি ভোটে।
দক্ষিণ জেলার টিম প্রধান ও কেন্দ্রীয় সহসভাপতি মো. শাকির আহম্মেদ জানান, ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে শিক্ষাবান্ধব পরিবেশ গড়তে কাজ করছে।
তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ মহানগর ইউনিটের অধীনস্থ কমিটিগুলোও ঘোষণা করা হবে।