চাঁদপুর শহরের সিংহ পাড়া এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে তার অনুপস্থিতিতে এ হামলা হয়। তবে কেউ আহত হয়নি।
আজম খান জানান, তিনি কোথাও প্রার্থী ঘোষণা দেননি, বরং দলের ঘোষিত ৩১ দফা আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন। তিনি অভিযোগ করেন, দলের কিছু লোক তার বাড়ি ও গাড়িতে ভাঙচুর চালায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, আজম খানকে চিনেন না বলে দাবি করেন এবং শুনেছেন তার সঙ্গে আদম ব্যবসা ও পাওনা নিয়ে ঝামেলা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, একটি ঘটনা ঘটেছে, তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।