Skip to Content

মেঘের গর্জন শুনলে পড়ার দোয়া

August 23, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

মেঘের গর্জন বা বজ্রধ্বনি একদিকে যেমন প্রাকৃতিক দৃশ্য, অন্যদিকে ইসলামic দৃষ্টিতে এটি আল্লাহর কুদরতের নিদর্শন। এমন সময় আল্লাহকে স্মরণ করা ও দোয়া পড়ার তাগিদ দিয়েছেন রাসুল (সা.) ও সাহাবায়ে কেরাম।

মহান সাহাবি আবদুল্লাহ ইবনে যুবাইর (রাঃ) মেঘের গর্জন শুনলেই কথা বলা বন্ধ করে দিতেন এবং নিচের দোয়াটি পড়তেন—

উচ্চারণ: সুবহা-নাল্লাযী ইউসাব্বিহুর রা‘দু বিহামদিহি ওয়াল মালা-ইকাতু মিন খীফাতিহি।

অর্থ: “পবিত্র ও মহান সেই সত্তা, যাঁর প্রশংসায় বজ্রধ্বনি মহিমা ঘোষণা করে, এবং ফেরেশতাগণও তা করেন তাঁর ভয়ে।”

সূত্র: মুওয়াত্তা ইমাম মালেক, হাদিস: ২/৯৯২

এই দোয়া আমাদের শিক্ষা দেয়, বজ্রপাত বা মেঘের গর্জন কেবল শব্দ নয়—এগুলো আল্লাহর শক্তি ও জাঁকজমকের বহিঃপ্রকাশ। এ সময় ভয় নয়, বরং আল্লাহর প্রশংসা ও স্মরণে মুখর হওয়া উচিত।

Editorialnews24 August 23, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages