ইসলাম পরিবারকে কেবল সামাজিক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং একটি বড় ইবাদতের মাধ্যম হিসেবেও গুরুত্ব দিয়েছে। পরিবারের সদস্যদের হক আদায় করাকে কোরআন-হাদিসে বারবার গুরুত্ব দেওয়া হয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যদি কেউ পুণ্যের নিয়তে নিজের পরিবারের জন্য খরচ করে, তবে সেটাও সাদাকা হিসেবে গণ্য হয়।” (বুখারি, হাদিস: ৫৫)
সাধারণভাবে দান বলতে মানুষ গরিবদের সহায়তা বুঝলেও ইসলাম দান বা সাদাকার সংজ্ঞাকে অনেক বিস্তৃত করেছে। পরিবারের জন্য ব্যয়, স্ত্রীর প্রতি সদয় ব্যবহার, এমনকি মুখে হাসি এনে দেওয়াও সাদাকা (তিরমিজি, বুখারি, মুসলিম)।
তবে সওয়াব পাওয়ার শর্ত হলো—নিয়ত। খ্যাতি বা সামাজিকতার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করতে হবে।
কোরআনে বলা হয়েছে, “তোমরা যা ব্যয় করো তা পিতা-মাতা ও আত্মীয়দের জন্য হওয়া উচিত।” (সুরা বাকারা: ২১৫)
অন্য হাদিসে বলা হয়েছে, “তুমি যা খরচ করো, তার মধ্যে সবচেয়ে উত্তম হলো যা তুমি পরিবারের জন্য ব্যয় করো।” (মুসলিম: ৯৯৫)
সুতরাং পরিবারে ব্যয় শুধু দুনিয়ার দায়িত্ব নয়, বরং এটি ঈমানদারের জন্য সওয়াবের কাজ—যা আমলনামায় সাদাকা হিসেবে লেখা হয়।