Skip to Content

আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন আজহারীর

September 1, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী সম্প্রতি শায়খ আহমাদুল্লাহর প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। শুক্রবার (তারিখ উল্লেখ না থাকায় বাদ দেওয়া হয়েছে), বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শায়খ আহমাদুল্লাহ, তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে।

পোস্টে একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে দেখা যায়, মাওলানা আজহারী নির্মাণ শ্রমিকদের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ছবি তুলছেন। শায়খ আহমাদুল্লাহ জানান, আজহারী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্স ও মাদ্রাসা ঘুরে দেখেছেন। এই সময় উপস্থিত শ্রমিকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়, তারা ছবি তোলার ইচ্ছা প্রকাশ করলে আজহারী তাতে সাড়া দেন।

ছবির পেছনে ‘মাদরাসাতুস সুন্নাহ’র বাস ও নির্মাণাধীন মসজিদের একটি অংশও দৃশ্যমান ছিল।

সামাজিক মাধ্যমে এই ঘটনাকে ঘিরে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্যকারী, আল-আমিন আকন্দ, লিখেছেন—“আল্লাহ আপনাদের উভয়কেই এ জাতির কল্যাণে একনিষ্ঠ পথপ্রদর্শক হিসেবে কবুল করুন।” আরেকজন, ফারজানা আসলাম, দোয়া করে লেখেন—“মাশাআল্লাহ, আপনাদের ভালো কাজগুলো আল্লাহ কবুল করুন, আমিন।”

Editorialnews24 September 1, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages