প্রিয়জনের স্মৃতি ধরে রাখতে অনেকে ঘরে তাদের ছবি টানিয়ে রাখেন বা মোবাইলে সংরক্ষণ করেন। তবে ইসলামে আবেগ নয়, শরিয়তের বিধানই শেষ কথা। তাই প্রশ্ন ওঠে— মৃত মানুষের ছবি ঘরে রাখা কি শরিয়তসম্মত?
ইসলামি দৃষ্টিভঙ্গি
শায়খ আহমাদুল্লাহ বলেন, মোবাইল বা ডিভাইসে সংরক্ষিত ছবির বিষয়ে আলেমদের ভিন্নমত আছে। কেউ বৈধ বলেন, কেউ নিষেধ করেন। তবে ছবিটি প্রিন্ট করা হলে বা দেয়ালে টানানো হলে— তা যে নাজায়েজ, সে বিষয়ে মতভেদ নেই। মৃত হোক বা জীবিত, কারো ছবিই দেয়ালে টানানো ইসলামে বৈধ নয়। এটা গোনাহর কাজ।
হাদিসের নির্দেশনা
হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) কাবাঘরে প্রবেশ করে নবী ইবরাহিম ও মরিয়ম (আ.)-এর ছবি দেখে বলেছিলেন, ‘এই ঘরে কীভাবে ছবি রাখা হলো? ফেরেশতারা তো এমন ঘরে প্রবেশ করেন না যেখানে প্রাণীর ছবি থাকে।’ (বুখারি ৩৩৫১)
আরেক হাদিসে এসেছে, "ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না, যেখানে কুকুর বা প্রাণীর ছবি থাকে।" (মুসলিম ২১০৬)
সিদ্ধান্ত
বিনা প্রয়োজনে প্রিন্ট ছবি তোলা এবং ঘরে টানানো ইসলামি শরিয়তে নিষিদ্ধ। অতএব, মৃত মানুষের ছবি যদি ঘরে টানানো থাকে, তা সরিয়ে ফেলাই কর্তব্য।
স্মৃতি ধারণ করুন মনে, ছবিতে নয়।