Skip to Content

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন ৫ সেপ্টেম্বর

September 4, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হবে ৫ সেপ্টেম্বর বাদ মাগরিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক।

অনুষ্ঠানমালায় থাকছে:

৫-১৯ সেপ্টেম্বর: প্রতিদিন বাদ মাগরিব ওয়াজ মাহফিল।

বাংলাদেশ বেতারের সঙ্গে সেমিনার: ৪ দিনব্যাপী নবী করিম (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, যা বেতারে প্রচারিত হবে।

সিরাত স্মরণিকা: বরেণ্য আলেম, কবি ও লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হবে।

মাসব্যাপী ইসলামী বইমেলা: শুরু ১৩ সেপ্টেম্বর, আন্তর্জাতিক অংশগ্রহণে ২০০টি স্টল।

ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা: স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭টি বিষয়ে প্রতিযোগিতা; ১৫-১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, পুরস্কার বিতরণ ১৮ সেপ্টেম্বর।

বিশেষ আয়োজন: ১১ সেপ্টেম্বর কিরাত মাহফিল, ১৭ সেপ্টেম্বর হামদ-নাত, ১৮ সেপ্টেম্বর রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠ।

এছাড়া, সারা দেশের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে।

Editorialnews24 September 4, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages