২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এ সময়সীমা আর বাড়ানো হবে না।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিটিআরসি চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক নিবন্ধন ২৭ জুলাই শুরু হয়েছে এবং তা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। হজ বার্তা মোবাইল ফোন ব্যবহারকারী মুসলিম নাগরিকদের মাঝে বিনামূল্যে পৌঁছাতে মোবাইল অপারেটরদের নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রাথমিক নিবন্ধনের জন্য প্রতি হজযাত্রীকে চার লাখ টাকা জমা দিতে হবে। হজ প্যাকেজ ঘোষণা হলে বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১,২৭,১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এখনও হজ প্যাকেজ ঘোষণা না হলেও চলতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি তা প্রকাশের প্রস্তুতি চলছে। নিবন্ধনের জন্য বাকি সময় ৩৮ দিন।