আগামী ৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ, যা চলবে ভোর পর্যন্ত।
চন্দ্রগ্রহণ সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, এটি আল্লাহর একটি নিদর্শন, কারো মৃত্যু বা জন্মের কারণে তা ঘটে না। তাই গ্রহণ দেখলে নামাজ পড়া, দোয়া করা, জিকির করা, তাকবির বলা ও সদকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। (বুখারি)
এই সময় ‘সালাতুল খুসুফ’ নামক নফল নামাজ পড়া সুন্নাত। এটি একা পড়তে হয়, জামাতে নয়। সাধারণত দুই রাকাত পড়া হয়, তবে ইচ্ছা করলে চার বা তার বেশি রাকাতও পড়া যায়। আজান বা একামত দেওয়ার প্রয়োজন নেই।
নামাজ শেষে চন্দ্রগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দোয়া, মোনাজাত ও ইবাদতে মগ্ন থাকার উপদেশ দিয়েছেন নবীজি (সা.)।