বিশ্বের অনেক মুসলিম দেশে রাসুল (সা.)-এর জন্মদিন ১২ রবিউল আউয়াল "ঈদে মিলাদুন্নবী" হিসেবে পালন করা হয়। তবে এই দিবস উদযাপন নিয়ে মুসলিম আলেম ও ফকীহদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকে একে সুন্নতের পরিপন্থী ও ‘বেদআত’ মনে করেন, কারণ রাসুল (সা.) কখনো এভাবে জন্মদিন উদযাপন করেননি। তিনি শুধু প্রতি সোমবার রোজা রাখতেন, কারণ সেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন (সহিহ মুসলিম, হাদিস: ১১৬২)।
এছাড়া, মহানবী (সা.)-এর জন্মতারিখ নিয়েও ঐতিহাসিকদের মধ্যে নানা মতভেদ রয়েছে:
কেউ বলেন, তাঁর জন্মতারিখ নির্দিষ্টভাবে জানা যায় না।
কেউ বলেন, মুহাররম বা সফর মাসে জন্ম।
অনেকে বলেন, ২, ৮, ১০, ১২, ১৭ বা ২২ রবিউল আউয়াল তারিখে জন্ম।
আরও কিছু মত অনুযায়ী, তিনি রজব, রমজান বা রবিউস সানী মাসে জন্মগ্রহণ করেন।
সবচেয়ে জনপ্রিয় মতটি হলো ১২ রবিউল আউয়াল, যা ইবনে ইসহাক উল্লেখ করলেও তিনি কোনো নির্ভরযোগ্য সূত্র দেননি। এজন্য অনেক গবেষক একে দুর্বল মত বলে থাকেন।
সারসংক্ষেপে, ঈদে মিলাদুন্নবী পালন ও রাসুল (সা.)-এর জন্মতারিখ—উভয় ক্ষেত্রেই মুসলিম ইতিহাসবিদ ও আলেমদের মধ্যে ভিন্নমত রয়েছে।