ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি মুসলিম উম্মাহর নৈতিক ও শিক্ষাগত অবনতি, প্রযুক্তিতে পিছিয়ে পড়া এবং অপসংস্কৃতির প্রভাবে ভেঙে পড়া পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মুসলমানরা আজ আত্মপরিচয় হারাতে বসেছে। এর মূল কারণ মহানবী (সা.)-এর আদর্শ থেকে দূরে সরে যাওয়া এবং নৈতিক শিক্ষার অভাব।
তিনি বলেন, রাসূল (সা.)-এর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ—এটি অনুসরণ করলে জাতিকে সামগ্রিক অবক্ষয় থেকে রক্ষা করা সম্ভব।
আজহারি আরও জানান, সিরাতচর্চা ছড়িয়ে দিতেই 'হাসানাহ ফাউন্ডেশন' আয়োজন করেছে 'সিরাত অলিম্পিয়াড ২০২৫'।.