Skip to Content

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জাতীয় কর্মসূচি গ্রহণ

August 25, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সরকার ব্যাপক জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী দেবেন। সরকারি ও বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জাতীয় পতাকা, রঙিন পতাকা ও ‘কালিমা তায়্যিবা’ সম্বলিত ব্যানার শোভা পাবে।

ইসলামিক ফাউন্ডেশন ক্বিরাত, হামদ-নাত, কবিতা, খুতবা লেখা প্রতিযোগিতা, সেমিনার ও স্মরণিকা প্রকাশ করবে। বায়তুল মোকাররমে শুরু হবে পক্ষকালব্যাপী ইসলামিক বইমেলা।

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল, কুইজ প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমিও শিশুদের জন্য আয়োজন করবে বিশেষ কর্মসূচি।

কারাগার, হাসপাতাল, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে। বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে।

Editorialnews24 August 25, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages