অনেকেই মনে করেন, কাঁচা পেঁয়াজ-রসুন খাওয়া হারাম বা গুরুতর গুনাহ। তবে ইসলামি শিক্ষায় এমন কোনো নিষেধাজ্ঞা নেই। বরং হাদিসে বলা হয়েছে—দুর্গন্ধযুক্ত অবস্থায় এ দুটি খেয়ে মসজিদে না যাওয়াই উচিত।
রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি এ দুটি (পেঁয়াজ ও রসুন) খাবে, সে যেন আমাদের মসজিদে না আসে। যদি খেতে হয়, তবে তা রান্না করে দুর্গন্ধ দূর করে খাবে।’ (আবু দাউদ)
অন্য হাদিসে এসেছে, এক সাহাবি রসুন খেয়ে মসজিদে গেলে রাসুল (সা.) বলেন, ‘যে এ গাছ খাবে, সে যেন ততক্ষণ মসজিদে না আসে, যতক্ষণ না দুর্গন্ধ দূর হয়।’ (আবু দাউদ)
ফুকাহারা বলেন, কাঁচা পেঁয়াজ-রসুন খাওয়া হারাম নয়। তবে এগুলো খাওয়ার পর ভালোভাবে মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করা জরুরি—বিশেষ করে মসজিদে গেলে, যেন অন্য কেউ কষ্ট না পায়।
সারকথা: কাঁচা পেঁয়াজ-রসুন খাওয়া হারাম নয়, তবে খাওয়ার পর দুর্গন্ধ দূর করাটা সুন্নত আদবের অংশ।