Skip to Content

চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন

September 7, 2025 by
Editorialnews24
Shaif A Shanto
চন্দ্রগ্রহণ আল্লাহ তাআলার কুদরতির নিদর্শন। রাসুল (সা.) চন্দ্র ও সূর্যগ্রহণের সময় ইবাদতে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “এগুলো কারও মৃত্যুর কারণে ঘটে না, বরং আল্লাহর দুটি নিদর্শন। তোমরা তা দেখলে নামাজে দাঁড়িয়ে যাও।” (বুখারি: ৯৮৪)

চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) দুই রাকাত নামাজ আদায় করতেন, যাকে বলা হয় সালাতুল খুসুফ।

চন্দ্রগ্রহণের সময় করণীয়:

দুই রাকাত বা তার বেশি নফল নামাজ পড়া সুন্নত

একাকী নামাজ আদায় করতে হবে, জামাতে নয়

আজান বা একামতের প্রয়োজন নেই

নামাজ শেষে দোয়া, জিকির ও মোনাজাতে ব্যস্ত থাকা

রাসুল (সা.) কুসংস্কার পরিহার করে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ঝুঁকে পড়ার শিক্ষা দিয়েছেন।

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages