Skip to Content

অভিশপ্ত দুটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি (সা.)

September 8, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed Shawan
মানুষের জান্নাত বা জাহান্নামের গন্তব্য নির্ধারিত হবে তার দুনিয়ার আমলের ভিত্তিতে। তাই কুরআন ও হাদিস অনুযায়ী চলা মুসলমানের জন্য আবশ্যক।

রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন সময় উম্মতকে সৎকর্মে উৎসাহিত করেছেন এবং গুনাহর কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। হাদিসে এমন দুটি কাজকে তিনি ‘অভিশপ্ত’ বলেছেন।

হাদিস অনুযায়ী, নবীজি (সা.) রাস্তার ওপর রাত যাপন ও সালাত আদায় করতে নিষেধ করেছেন, কারণ এটি সাপ ও হিংস্র প্রাণীর চলার পথ। এছাড়া মানুষের যাতায়াতের রাস্তা বা ছায়াযুক্ত স্থানে প্রস্রাব-পায়খানাও নিষিদ্ধ করেছেন। এসব কাজকে তিনি অভিশপ্ত বলে উল্লেখ করেছেন।

(সূত্র: ইবনু মাজাহ ৩২৯, আবু দাউদ ২৫)

Editorialnews24 September 8, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages