Skip to Content

এশিয়া কাপ ২০২৫: অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড এক নজরে

August 26, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। 'এ' গ্রুপে রয়েছে স্বাগতিক আরব আমিরাত, ভারত, পাকিস্তান ও ওমান। 'বি' গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। বর্তমান চ্যাম্পিয়ন ভারত, যারা ২০২৩ সালের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল।

এবারের আসরের জন্য ছয়টি দল—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, হংকং ও ওমান—ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে এখনো দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা ও আরব আমিরাত।

বাংলাদেশ দলের নেতৃত্বে রয়েছেন লিটন দাস। দলের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদসহ আরও অনেকে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে রয়েছেন গিল, অভিষেক, বুমরাহ, কুলদীপ প্রমুখ। পাকিস্তানের দলকে নেতৃত্ব দিচ্ছেন সালমান আলী আগা। আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের সঙ্গে আছেন গুরবাজ, নবী, মুজিব ও ফারুকির মতো তারকা ক্রিকেটাররা।

ওমানের স্কোয়াডে রয়েছেন জতিন্দর সিংয়ের নেতৃত্বে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়। হংকং দলেও রয়েছে একঝাঁক তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারের সমন্বয়।

এশিয়া কাপের এই আসরটি ক্রিকেটপ্রেমীদের জন্য অত্যন্ত প্রতীক্ষিত একটি টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া থাকবে।

Editorialnews24 August 26, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages