এশিয়া কাপ ২০২৫ শুরু হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর, শেষ হবে ২৮ সেপ্টেম্বর। এবারের আসরটি বসছে সংযুক্ত আরব আমিরাতে। অংশ নিচ্ছে মোট আটটি দল, যাদের ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। এরই মধ্যে ছয়টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ওমান ও হংকং। এখনও স্কোয়াড ঘোষণা করেনি শ্রীলঙ্কা ও স্বাগতিক আরব আমিরাত।
'এ' গ্রুপে রয়েছে আরব আমিরাত, ভারত, পাকিস্তান ও ওমান। 'বি' গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। বর্তমান চ্যাম্পিয়ন ভারত, যারা ২০২৩ সালের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল।
প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।
ঘোষিত স্কোয়াড অনুযায়ী বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস। দলে আছেন তাওহীদ হৃদয়, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামসহ অভিজ্ঞ ও তরুণ মুখের সমন্বয়। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে।
ভারতীয় স্কোয়াডে অধিনায়কত্ব করছেন সূর্যকুমার যাদব। রয়েছেন শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহসহ একাধিক অভিজ্ঞ তারকা। রিজার্ভ তালিকায় আছেন যশস্বী জয়সোয়াল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর প্রমুখ।
পাকিস্তানের নেতৃত্বে রয়েছেন সালমান আলী আগা। দলে জায়গা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হারিস, ফখর জামানসহ পরীক্ষিত খেলোয়াড়রা। এছাড়া আফগানিস্তান দলকে নেতৃত্ব দেবেন রশিদ খান। দলে আছেন রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি এবং নাভিন উল হকের মতো কার্যকরী ক্রিকেটাররা।
ওমানের স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন জতিন্দর সিং। দলের বেশিরভাগ ক্রিকেটারই টি-টোয়েন্টি অভিজ্ঞতায় সমৃদ্ধ। অন্যদিকে, হংকং দলকে নেতৃত্ব দেবেন ইয়াসিম মুর্তজা। তাদের দলে রয়েছে বাবর হায়াত, নিয়াজাকাত খান, শহিদ ওয়াসিফসহ কিছু পরিচিত মুখ।
এই ছয়টি দল এখন প্রস্তুত তাদের গ্রুপ ম্যাচের জন্য। বাকি দুই দল শ্রীলঙ্কা ও আরব আমিরাতের স্কোয়াড চূড়ান্ত হলে সম্পূর্ণ অংশগ্রহণকারী তালিকা প্রকাশিত হবে।