স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। আজ বুধবার (২৭ আগস্ট) এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, তার নাক থেকে আবারও ক্যান্সারের অংশ কেটে ফেলা হয়েছে।
সাবেক এই অজি ব্যাটার লিখেছেন, “ত্বকের ক্যান্সার এখন একটি বাস্তবতা, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দেশে। আজ আবার আমার নাক থেকে স্কিন ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হলো। এই উপলক্ষে সবাইকে মনে করিয়ে দিতে চাই—নিজের ত্বক নিয়মিত পরীক্ষা করান। প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়। আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক ধাপে শনাক্ত হওয়াটাই বড় কাজ হয়েছে।”
প্রসঙ্গত, ২০০৬ সালেই ক্লার্ক প্রথম স্কিন ক্যান্সারের উপসর্গ অনুভব করেন। এরপর একাধিকবার চিকিৎসা নিতে হয় তাকে। ২০১৯ সালেও কপাল থেকে ক্যান্সারের একটি অংশ অপসারণ করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার জার্সিতে ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি এই ব্যাটার। তার অধিনায়কত্বেই ২০১৫ বিশ্বকাপে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।