ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বিরল এক দৃশ্যের জন্ম দিয়েছেন সেন্ট লুসিয়া কিংসের পেসার ওশান টমাস। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারে তার এক বল থেকেই উঠেছে ২২ রান! পুরো ওভারে দিয়েছেন ৩৩ রান।
ড্যারেন স্যামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টমাসের করা ওই ওভারের প্রথম দুই বলে আসে ৪ রান। এরপর তৃতীয় বলটি ডট মনে হলেও ছিল ‘নো বল’।
এরপর ফ্রি হিটে দেন ‘ওয়াইড’। তারপর আরও দুটি 'নো' বল, যার প্রতিটিতেই রোমারিও শেফার্ড ছক্কা মারেন। সেই ফ্রি হিটে আবারও ছক্কা! এক বলে তিনটি ছক্কা হজম করেন টমাস। ওভারের শেষ বলে পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ মারেন আরেকটি ছক্কা।
১৭তম ওভারে সেন্ট লুসিয়ার আরেক পেসার কিওন গাস্টন দেন ২৭ রান, শেষ করতে লাগে ১২ বল। এই ওভারে দুটি চার ও দুটি ছক্কা হাঁকান শেফার্ড।
৩৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
ম্যাচে আগে ব্যাট করে গায়ানা ৬ উইকেটে তোলে ২০২ রান। টার্গেটে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া কিংস জয় তুলে নেয় ৪ উইকেটে। দলের পক্ষে ৩৫ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন এমিক অগাস্টিন, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।