Skip to Content

গ্রুপ পর্বেই থেমে গেল বাংলাদেশ ‘এ’ দলের যাত্রা

August 23, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
টপ অ্যান্ড টি–টোয়েন্টি সিরিজে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলো বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে নুরুল হাসান সোহানের দলকে।

শনিবার ডারউইনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান তোলে বাংলাদেশ। জিসান আলম ৩৮ বলে ৫০ রান এবং আফিফ হোসেন ২৩ বলে অপরাজিত ৪৯ রান করেন। আফিফের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। এছাড়া ইয়াসির রাব্বি ১৫ বলে করেন ঝড়ো ২৫ রান।

তবে এই সংগ্রহও যথেষ্ট ছিল না। বোলারদের ব্যর্থতায় বড় ব্যবধানে ম্যাচ হাতছাড়া হয় টাইগারদের। অ্যাডিলেডের দুই ওপেনার শুরুতেই রানের ফুলঝুরি ছুটান। উদ্বোধনী জুটিতে তারা তোলে ১২৩ রান।

জ্যাক উইন্টার আউট হন ৩৫ রানে, কিন্তু ম্যাকেঞ্জি হার্ভে ছিলেন দুর্দান্ত ফর্মে। ৫৩ বলে অপরাজিত ১০৪ রান করে ১৮.১ ওভারেই দলকে সহজ জয় এনে দেন তিনি।

এ হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশ ‘এ’ দলকে, যা সিরিজে তাদের হতাশাজনক পারফরম্যান্সকেই প্রতিফলিত করে।

Editorialnews24 August 23, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages