সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে সুরভী আকন্দ প্রীতি হ্যাটট্রিক করেন, অন্য গোলটি করেন থৈনু মারমা। এটি টুর্নামেন্টে বাংলাদেশের চতুর্থ ম্যাচ ও দ্বিতীয়বারের মতো নেপালের বিপক্ষে জয়।
প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে মেয়েরা। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার দৌড়ে টিকে আছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেতে হবে ফাইনালে উঠতে।ই হবে। প্রথম পর্বে ভারতের কাছে হারায় কিছুটা ব্যাকফুটে আছে লাল-সবুজরা।