জাতীয় দলে না থাকলেও খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। এবার তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে, আটলান্টা ফায়ারের হয়ে।
ক্লাবটির ভিডিও বার্তায় সাকিব বলেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আটলান্টা ফায়ারে যোগ দিয়েছি এবং মাইনর লিগে খেলব। শিগগিরই দেখা হবে।”
আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে তাকে দলে নিয়েছে আটলান্টা ফায়ার। ক্লাবটি জানায়, সাকিবের অভিজ্ঞতা ও দক্ষতা দলকে আরও শক্তিশালী করবে।
এদিকে, বর্তমানে সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন তিনি। টুর্নামেন্ট শেষে যুক্তরাষ্ট্রে যাবেন।
মাইনর লিগের এবারের আসর শুরু হবে ২৮ আগস্ট, শেষ ২ অক্টোবর।